ভালোবেসেছিলাম সেই কবেকার কথা,
এখন আর ভালোবাসিনা। প্রেমে পড়ি-
বার বার সৌন্দর্যে বিমোহিত হই,
তাদের চোখ, ঠোট বা রূপ-
অথবা সাজানো দেহ, আমি বিমোহিত,
তাই বার বার প্রেমে পড়ি।


আমি বার বার নিজেকে চিনি,
নিজের স্বাদ, আহ্বাদ বুঝি-
তাই নতুন কাউকে খুজি,
কারণ আমি প্রেমে পড়ি।


এ সেই কবেকার কথা,
প্রথম প্রেম, অথবা ভালোবাসার কথা।
মোহিত আমি, কি সুন্দরই না তুমি।
তখন ভালোবাসা ছিলে, এখন রূপকথা হলে।


( অসমাপ্ত )