মুক্তির পরেও কেন মুক্তির হাহাকার ?
জেতার পরেও কেন যুদ্ধ চলে রোজ ?
ভাষার জন্য প্রাণ দিয়ে মুক্ত কন্ঠে তালা ?
এতো বছর পরেও আমার পেটে কেন জ্বালা ?


এতোদিন পরেও কেন বাংলা আমার কাঁদে ?
এতোদিন পরেও কেন ঘৃণা আমায় টানে ?
এতোদিন পরেও কেন সাম্প্রদায়িকতা ?
এতোদিন পরেও কেন এতো এতো নাশকতা ?


এতোকাল পরেও কেন বৃদ্ধ আমার কাদে?
কবে দেখবে সোনার বাংলা, সে আশা নিয়ে বাচে।


দেখাতে পাড়ব কি মুখ বঙ্গবন্ধুর কাছে ?
যদি প্রশ্ন করে শেষে,
বাছা তুমি দেশের জন্য কি এগিয়ে গিয়েছিলে ?


হায়রে আমার সোনার বাংলা, হায়রে আমি অধম।মহান বিজয় দিবসে শুধু ফ্যাশন করে ঘুরি,
মহান বাঙালিরা সব হিন্দি গানে নাচি।
দিন শেষ পোস্ট দেই, আমি বাংলাকে ভালোবাসি।
এ বিজয়ে সব শহিদকে শ্রদ্ধাঞ্জলি।