একটা কবিতা লিখব,
নাম হবে 'স্বপ্নের দেশ',
যেখানে সকালে সূর্য উঠবে, সাথে কেউ ধর্ষিত হবে।
যেখানে কোন বাচ্চা মাদক নিবে ,
আর ঘৃণীত নীল দুনিয়ায় সুখ খুজে নেবে।
যেখানে মেয়েরা রাস্তায় নামবে,
ছোট ছোট কাপড় আর রঙ্গিন স্বপ্ন নিয়ে।
যেখানে বাঙ্গলার সম্পদ শাড়ী থাকবেনা, থাকবেনা উড়না।
পশ্চিমা কালচারে ভরে দিব দেশ।


একটা রাজনৈতিক সংঘটন করব,
সবাইকে উক্ত ভালো কাজে উৎসাহ দেব।
পত্রিকার পাতায় সুন্দর করে যা ছাপা হবে, আর জনগন বাহবা দিবে।


আমি গরীব-দুঃখীদের পছন্দ করিনা।
ওদের দেহে গন্ধ,
দেশের জন্য ক্ষতিকর ভাইরাসের মত।
ওদের শোষণ করার জন্য নানান চক্রান্ত করব।
বড় বড় ব্রীজ বানিয়ে তার তলে চাপা দিব,
পশ্চিমা দেশ কতইনা পছন্দ করবে আমায়।


আমি আমার সব আবেগ প্রকাশ করব,
কারণ বাঙালি শোষিত হতে পছন্দ করে।
তারা সময়ের পর কথা বলে।
এজন্যইনা রাজা থেকে শুরু করে ইংরেজ,
সকলেই শোষণ করলো সানন্দে।