প্রতিবিম্বের আয়নাবাজি
স্বপ্নবাজ মনের কাংখিত স্বাধীনতা
উঁই ঢিবির অন্ধকারে
আর কতকাল সুর্যবিহীন বসবাস।


সমাজের মৃন্ময় দেহ
মাটির মানুষ, মাটির কলস-
তৃষ্ণার্ত মনের বিবিধ প্রশাখা
উপনদীর উপবন, ব-দ্বীপ শূণ্যতার
বানভাসি জীবন, কতকালের জমানো
না বলা কথা’র ফসিল।


কানাগলির কানামাছি- ঘুরি ফিরি দিবানিশি
মহুয়ার যৌবনের প্রতিটি যুবতি রাত,
বিবস্ত্র কামনার অয়োময় শেকলের বিন্যাস,
তবু বিনাশ, তবু ক্ষয়- মিথ্যা আর মুখোশের জয়;
বিবর্ণ আধুনিকতার প্রতিটি দূষিত নদী-
ঘটায় মোহনার বিষাক্ত দূষণ।


শিমুলতলী, গাজীপুর
০৭-০৪-২০১৮ইং