স্বপ্নসত্য, মেঘডুবী অন্ধকারের
ফেরারী প্রসব যন্ত্রনা,
বোধি বৃক্ষের নীচে-কতকাল কাটা যায়
অচেনা তৃষ্ণার শেঁকড়?
আকাঙ্খার জন্ম-চক্রের খেলায়
মানুষে মানুষে পিপাসার মেলায়
যতটুকু শেঁকড়ের পিছুটান,
যতটুকু বেদনায় ভাসা মন
রক্তাক্ত ফুল ফোটায়-চেতনার বন্দী অক্ষরে;
ততটুকু স্বপ্নের আদিম স্বাক্ষরতায়
বার বার জন্ম দেয়
তৃষ্ণার্ত বোধিবৃক্ষের!


২২/০৪/২০১৮
শিমুলতলী, গাজীপুর।