এমনি করে একদিন যদি ঘুম ভাঙলেই খুঁজে পেতাম নিজেকে সবুজ মাঠের মধ্যিখানে;
মনের সবগুলো ক্ষোভ লিপিবদ্ধ করে যদি একটিবার চিৎকার করে জানান দিতে পারতাম নিরস এ পৃথিবীকে;
জমে থাকা তাজা অভিমানগুলোকে শুকনো পাতার মত মচমচ করে গুড়িয়ে উড়িয়ে দিতে পারতাম দমকা হাওয়ার ভেলায়;


যদি খুনসুটিরা অল্পক্ষণের জন্য রেহাই দিতো অজস্র গুঞ্জনে ভারী হয়ে উঠা কানের এই পর্দা দুটিকে;
জটিলতার মারপ্যাঁচ কাটিয়ে ভোরের কাগজগুলো যদি একটি দিনের জন্য শোক সংবাদ মুক্ত থাকতো;
ভ্যাঁপসা গরমে বরফকুঁচি দেওয়া শরবতের মত এক চুমুকে যদি শেষ করে দিতে পারতাম ব্যর্থতার তিক্ত কলসখানি;
ভুল বোঝাবুঝির এই শহরে মাত্র পাঁচ মিনিটের জন্য হলেও জমে থাকা মনের কথাগুলো ধরতে পারতো অনভ্যস্ত প্রেমিকা;


তবে হয়তো সেদিন দূষিত এই পৃথিবীর ঝাঁঝালো বায়ু আর পোড়াতে পারতো না আমার ফুসফুসের প্রতিটি সেলকে;
হয়তো তারা ভরা রাতে জোনাকির আলোয় নেয়ে,
খোলা আকাশের নিচে প্রিয়ার কোলে শুয়ে,
কাটিয়ে দিতে পারতাম মধুময় আরো একটি রাত;


কুৎসিত এই ধরণী আমার কাছে সেদিন হয়ে উঠতো মন্দাকিনীর স্রোতসিক্ত অমরাবতী।