যখন রাত্রি গভীর, স্তব্ধ সবই, জনমানুষ নাই,
একটা দুটো রাতের পাখি হঠাৎ ডেকে যায়।
বিছানাতে ছিলাম শুয়ে, আকাশপানে মুখ,
মাথায় কত চিন্তা ঘুরে, হরেক রকম সুখ।


ঘুমের মাঝে স্বপ্ন দেখে, হঠাৎ করে জেগে উঠে,
অনেক কবি লিখেছিল, প্রেমের শত কথা।
সেসব এখন ভাবতে বসে, যৌবন আর ভাবের রসে,
মাতাল আমি, ঠুকছি জোরে, ছোট্ট আমার মাথা।


সারাবেলা গেল কেটে, অস্থিরতার গদ্য ঘেটে,
একটুখানি অবসর, আর শান্তি কোথায় পাই?
রঙ্গভরা এই দুনিয়ায়, ছন্দপতন সবখানে হায়!
কারাগারে বন্ধি সবাই, শান্তি কোথাও নাই।


আর অদ্ভুতুড়ে শব্দরাজি, কোত্থেকে যে আসলো আজি,
ঘোরের বশে যাচ্ছি লিখে, কুল কিনারা নাই।
মাঝে মাঝে হোচট খেয়ে, শীতের দিনে ঘেমে নেয়ে,
কেমন যেন বোকার মত, পদ্য বুনে যাই!