এক কাপ ধোঁয়া উঠা কফির কাপে
কিংবা রং চায়ের মিষ্টি ভাপে,
আলতো করে মাখা তোমারি সোহাগ
যায় যাক এভাবেই দিন চলে যাক!


খুনসুটিঁ গান আর সুরের খেলায়
কত শত স্মৃতি আঁকা বিকেল বেলা,
তুলি দিয়ে পটে আঁকা প্রজাপতি ঝাঁক
যায় যাক এভাবেই দিন চলে যাক!


আমারো স্বপনে হৃদয় গগনে তুমি শুধু ধ্রুবতারা,
বারে বারে দেখি তবুও বুঝিনা, মায়াবি তোমার ইশারা!
তোমারি দুষ্টুমিষ্টি ওই হাসিতে মন ছুয়ে যায়,
প্রেমিকেরই সর্বনাশ, লেখা যে সেথায়!


আজি সুরে ভেসে এ হাওয়াতে শিষ দিয়ে যাই
তুমি আছো পাশে, ভালোবাসা বাড়ে তাই,
দিনশেষে রোদ হেসে বলে আজ আমায়
যায় যাক এভাবেই দিন চলে যাক!