এখন জীবন থেকে লেখার সময় এসেছে
এখন জীবন ছেড়ে আজীবনে পা রাখার সময় এসেছে
এখন জীবন দিয়ে জীবন খোঁজার উপযুক্ত সময়
এখন জীবন দিয়ে জীবন বাঁচিয়ে রাখার সময়
এখন জীবনকে মুক্ত করার জন্য আহ্বান
এখনই গাইছি তাই আমি জীবনের গান সমুদ্রের মাঝখানে।
এখন জীবনের আবিষ্কারের সময়, প্রকাশ পরে হবে;
এখন জীবনকে গঠনের দরকার, দেখা হবে পরে;
একদিন ঝড়ের ভিতরে
পাখির মতো একটা উঁকি দিয়ে দেখে যাব জীবন
ছাড়িয়ে যাব মরণের ভয়
মরণ তো জানি আসবে নিশ্চিত
তাই এখন আমি গাইছি জীবনের গান সমুদ্রের মাঝখানে।