কুকুর, প্রশ্ন আর অভাব
সুযোগ পেলেই কামড়ে ধরে;-
কিন্তু কখনো এরা ছিল আনন্দদায়ক।
আমার পোষা কুকুর;
আমার ঐতিহ্যের প্রশ্ন
যেন অস্তিত্বের একটা পাকা প্রতীক চায়;
বলে, কে তুমি?
কোথা থেকে এসেছ এখানে?
আমি তোমাকে চিনি না।
আমার অতীত অথবা তখন বন্ধুত্ব
যেন শক্ত একটা প্রমাণ চায়;
বলে, আমার কাছে কেন এসেছ?
কই, কবে দেখা হয়েছিল?
কোথাকার কবি তুমি?
কুকুরেরা সঙ্গম করেছে দিনের আলোয়-;
ওদের ভিতর এখন জনক জন্মাচ্ছে
মাঘ মাস;
এদিক সেদিক সব কুয়াশা,
জঘন্য শীতে হাঁটু অবশ হয়ে আছে,
যেন আমার আগের শক্তির প্রচার থেমে গেছে এখন;
সুযোগ পেয়ে অভাব বলে ওঠে-
এসো বন্ধু, আমি তোমাকে খুঁজছিলাম।


-


তারিখ: ১৩-০১-২০২২