তুমি তো নষ্ট হয়েই যাবে
আজ না হোক কাল ঠিকই
রোদে পুড়ে বিবর্ণ খোলস
না হয় বৃষ্টিতে ভিজে ভিজে সর্দি জ্বরে
না হয় কুয়াশায় কাগজের মতো গলে—
তোমাকে নষ্ট হতেই হবে কবি;
ফুল যেভাবে নষ্ট হয়
ঘাস যেভাবে নষ্ট হয়
সেইভাবে ফুলের মতো ঝরে পড়তেই হবে
না হলে ঘাসের মতো পায়ের নীচে দলিয়ে থাকতেই হবে
একটা টুঁশব্দ করতেও পারবে না।
বুকের জমির এইসব প্রেমিকদেরকে বাঁচিয়ে রাখার জন্য
তোমাকে নষ্ট হতেই হবে
তাদের জন্য কিছু  ছন্দ গাঁথতে হবে;
চারণ ভূমির এইসব ছাগল গরুগুলোকে বাঁচিয়ে রাখার জন্য
তোমাকে নিতান্তই ঘাসের মতো থাকতে হবে
তাকিয়ে দেখতে হবে শাশ্বত লোভী নীল আকাশ
নক্ষত্রদের সাথে কথা বলে
বাতাসের ঢেউ ধরে ওইদিকে হারিয়ে
পাখির কণ্ঠস্বর খুঁজে শীতের বনের ভিতর
তোমাকে নষ্ট হতেই হবে কবি।
হয় তুমি বুকের ভিতর আকাশ ধারণ করবে
না হয় মানুষকে আরও একবার বিশ্বাস করবে
সব শেষে কিছুই শেষ না কিন্তু তুমি তো নষ্ট হয়েই যাবে।


কবিতা: নষ্ট হয়েই যাবে
কবি: ওয়াও রাকিবুল
তারিখ: ২২-১০-২০২২
স্থান: কয়রা, খুলনা, বাংলাদেশ