কিছু মানুষ ক্ষমতা নিয়েই জন্মায়
কিন্তু পদ পেতে সঠিক সময় এবং বয়স প্রয়োজন;
শিশুর অবাধ্যতা সেটাই ইঙ্গিত করে।
এ শিশুকে আমি দেখেছি
বয়স উপড়ে ফেলে আকাশ ধরার তালিম নেয়
আর আমিও যেন নিজেকে একজন মানুষ হিসাবে জানব এবার;
মাটিতে যারা থাকে, তারা মানুষ— রাস্তায়, নদীতে, প্রখর রৌদ্রে
আমিও এবার মানুষ হবার বাহানা ধরেছি;
একটা শিশুর কাছ থেকে আমি জানি হাঁটতে শেখা যায়,
আমি তো আমার হাঁটা দেখিনি
তাই আমি তার হাসির সাথে হাসি, অবাধ্য হতে প্রাণপণ।



তারিখঃ ১২-০৭-২০২২