একদিন তোমার পায়ে জোছনার মতো
অবলীলায় ছড়িয়ে যে এই আমি অপূর্ণ চাঁদ
ভালবাসি বলতে বলতে উপেক্ষা আর সব সয়েও
প্রায় পূর্ণ চাঁদের মতো দাবি জানিয়েছিলাম—
তিথিতে তিথিতে কখন সেই আমি এত উপেক্ষা নিয়ে
ক্ষয়ে গিয়েছি আর ক্রমশ কমে গেছে বিশ্বাস;
এক পয়সার মতো হৃদয় আমার আজ এতটুকু
আধ-টুকরো একটা চাঁদ যেন, তুমি যেই হাত বাড়িয়ে
ধরতে গেলে আর পুরো পৃথিবী দেখল
কি অসম্ভব সুন্দর মানুষের আকাশে তলোয়ার;
পুরনো মেঘেরা অবস্থান নিতেই তুমি হাত নামিয়ে
কার একটা ডাক শুনে ঘরের দিকে চলে গেলে সেসময়;
আমার জোছনা ধীরে ধীরে শেষ হয়ে গেল
অন্য একদিন এসে দেখি তোমার ঘরের দরজা বন্ধ।



কবিতা: তোমার পায়ে জোছনার মতো
কবি: ওয়াও রাকিবুল  
তারিখ: ০১-১১-২০২২
স্থান: কয়রা, খুলনা, বাংলাদেশ