এই  যে দেখ নয় জ্ঞানী লোকে কয়,
এ যে কি আজব খেলা আমার পাশে ছয়!
হন্নে হয়ে উকিল খুঁজি ফয়-সালা আজ চাই,
উকিল বেটাই বললো চোটে, আইন কি দ্যাশে নাই?
ঘাবড়ে গিয়ে পিলেই কাপে কোট কাচারির ডরে,
নয়-ছয় নিয়ে বেজায় শালিস জজ সাহেবের ঘরে।
ডিসির পাশে এমপি সাহেব করছে কানাকানি,
দুই কোটির ওই বিলটা নিয়ে ;এতো টানাটানি?
জজ সাহেবও মোচড় দিয়ে,"একটু থামো ভাই!
ত্রাণের টাকা, প্রাণের টাকা গরিব মানসে পাই।"
এমপি মিয়া ভেংচি কেটে ভাগ কি তোমার নাই?
ক্ষীণ গলাই বলদ সুরে," তাঁদের শান্ত করো ভাই।"
পাশের বেঞ্চির দারোগা সাব ডিসির কানে কয়,
"মন্টু মিয়া ছেলে ভালো ;জমির মিয়া করছে নালিশ, এই জ্বালা কি সয়!
মেয়ে তাঁহার একটু খারাপ বাড়ি ফেরে রাতে
পার্কের মাঝে ধরছি আমি হাজার ছেলের সাথে।
মন্টুর বাপে পাঠায়ছে স্যার বহুত টাকা-কড়ি,
রাজি হলেই খুলবো আমি, তাঁহার হাতের দড়ি। "
ওদিক শুনি কাঁদছে গুনি সত্য বলার দায়ে,
পোকার দলে পাচ্ছে গদি পালের- গোদার সায়ে।
মেয়র সাহেব পাশেই বসে ঝাড়ছে মনের ব্যাথা,
দলের নামে বললে কিছু কাটবো তাঁহার মাথা।
বাকস্বাধীনতা বদ্ধ এখন গারদ ঘরের মাঝে;
আইন নামের শব্দটা আজ মুখ ঢেকেছে লাজে।
সুপ্রিম কোর্টের ঘরির কাটা নয় -ছয়েতে
ঘোরে,
নয়-ছয় নিয়ে ফয়সালা মুই বুঝছি হাড়ে হাড়ে।
পত্রিকাটা খুলে দেখি নয়-ছয়েতে ভরা,
বাতির দামও লাখ টাকা হয় যায় না তাহা ধরা।