সূর্য রশ্মির তীক্ষ্ণ হস্তক্ষেপে ম্লান হওয়া চন্দ্র আলো আমি,
আমি চন্দ্রবিলাসে হারিয়ে যাওয়া একটি তারা-
ব্লাকহোলের অন্ধগহব্বরে নির্দ্বিধায় দিয়েছিলাম আপনাকে সপে।
মিটির মিটির হাজারো তারার মাঝে আমিও হারিয়ে যাব কালের স্রোতে,
কে বা রাখবে মনে?
গভীর জঙ্গলে শুকনো পাতা ঝরে,কে বা খোঁজ রাখে?
পর্বতের চূড়ায় এক ফোটা ভোরের শিশির বাষ্প হয়;
সমুদ্রের মাঝে এক খণ্ড বরফ, জলে মেশে নিয়মে
কে তাঁর হিসাব রাখে?
আমিও প্রকৃতির নির্মম সত্যের কাছে বিকিয়ে দেব জীবনের সব সুর!
কারো হয়তো পদ্মাখি জুড়ে নূয়ে পড়বে ক ফোঁটা অশ্রু,
কেউ বা মাছরাঙার স্থীর দৃষ্টিতে তাকিয়ে রবে অন্তিম যাত্রাকালে।
ডুমুর ফুলের মতোই হারিয়ে যাব চিরতরে।