প্রকৃতির নৈসর্গিক আলাপনে আমিও, পলকা লাঠির ন্যায় ক্ষইয়ে আসছি জীবনের সুভ্র ইতি!
ব্লাকহোলে পতিত তারার মতো নিভে যাব আমি ও আমরা,
ভোরের শালিকের সম্মোহনী ডাকে সূর্যটা- উঠে আসে সারি বাধা বকের পাখায় ভর করে;
সাথে সাথেই প্রভাতে মিটে যায় প্রাকৃতির সকল কুচকাওয়াজ।
ধানের গন্ধে লেপ্টে থাকা বুলবুলিটির চোখে মিটে যায় শিশির জ্বলা হাসির আলপনা,
চলন্ত যাত্রা পথে কুড়িয়ে পাওয়া স্বর্গ ছাড়তে হৃদয় পাখির অনিহা
তবুও দিগন্তে বিলিন্ হয়ে যায় দীর্ঘ যাত্রার পাখিটা।