আমার গাঁয়ের ঝিলের পাড়ে ছোট্টো বয়ের বাসা,
ধরতে গিয়ে হঠাৎ দেখি প্রেমে সর্ব ভাসা।
ঝিলে ভরা পদ্ম পাতার হরেক রকম রং,
ধানের ক্ষেতে চলছে তুমুল পানকৌড়িদের ঢং।
মাটির খাদে শালুক ঘুমোয় শাপলা পাতার ছা,
বরফ ছোঁয়া শিশির কণায় বক ধুয়েছে পা।
তুলতে শালুক ঝিলের জলে যেই দিয়েছি পা,
হড়কে গিয়ে করছি স্নান বাবুই করে হা- হা।
কাদাখোঁচা খুঁড়ছে কাদা নানান রকম ছলে,
বুলবুলিটাও  বসছে গিয়ে আমন ধানের নলে।
কলমি ফুলে ফিঙে নাচে লালচে বেলার কোণে-
ঝিঁঝিঁ পোকার ডাক শুনে যে বকেরা ফেরে বনে।
উপকথার ওই রানীর নোলক আমার গাঁয়ের রূপের ঝলক -
গাঁয়ের ফুলের অলঙ্কারে সাজায় যেন ভূলোক।