একটি ফুলের অপেক্ষায়
— মোঃ আব্দুল্লাহ আল হাসানাত
তোমার আকাশ টা—
আমার করে দিবে?
ইচ্ছে মত উড়ে বেড়াতাম!
তুমি কি ফুল হবে?
ভ্রমর হয়ে তোমার সৌন্দর্য—
উপভোগ করতাম।
তুমি কি নদী হবে?
আমি ঢেউ হয়ে—
তোমায় সঙ্গ দিতাম।
তুমি যদি চাঁদ হতে,
আমি সুখ-তারা হয়ে—
সব তারাদের বলে বেড়াতাম,
ঐ চাঁদটি আমার।
ঐ চাঁদের আলো আমাকে—
মোহিত করে দেয়।
তার মোহে আমি হই—
পাগল-পারা।
সেই রূপবতীর রূপ—
আমাকে করে রূপায়িত।
তুমি কি আমায় ভালবাসবে?
তোমার ভালোবাসার—
ভিখারি হয়ে,
চাতক পাখির মতো—
পথ চেয়ে বসে আছি,
তুমি আসবে বলে।