পহেলা মে শ্রম দিবস
বলল এক টি ছেলে,
তার জীবনের কয়েক টি কথা
লিখছি ডাইরি খুলে।
জীবিকার তাগিদে সে
ঘুরছে রাস্তার ফাকে,
সংসারের পুরটাই
ভার নিতে হয় তাকে।
সারা দিন অবসর নেই
কাজে শুধু ব্যাস্ত,
বয়স টা এগার বা
তার চেয়ে কম হয়্তো।
কাজ করতে ডাকে সবাই
টেবলেট পিচ্চি বলে,
বাধ্য হয়ে তবুও সে
কাজে যায় চলে।
আসল নাম টা মুছে গেছে
শ্রমিকতার ভিড়ে,
সল্টু পল্টু বল্টু বললে
সবাই চিনে তারে।
দুঃখ ভরা জীবন তাহার
ফ্যাকাশ বরন মুখ,
শিশু শ্রম বন্ধ করে
দাও তাদের কে সুখ।