আমার বাবা বড্ড ভালো
সদা হাসি মুখে,
জাগিয়ে দেয় মনের আলো
জ্বালিয়ে দেয় চোখে।
শিক্ষার আলোর জ্ঞান বিকাশে
বই-খাতা দেয় হাতে,
স্নেহের প্রদীপ পাসে নিয়ে
সারা দিন সারা রাতে।
সত্য বলা সামলে চলা
আদর্শ নাও শিখে,
ছো্ট বড়দের স্নেহ-সম্মান
মননে যাও লিখে।
আমার বাবা লক্ষী বাবা
স্বাক্ষী আমি নিজে,
মানুষের মতো মানুষ গড়ার
কারিগর, কতো কী যে।