রমজান এলো ত্রিশ দিনের
মুসলমানের তরে,
ঈমান আমল পয়দা করো
সবারি অন্তরে।
তিনটি ভাগে এলো রোজা
এলো তারাবির সালাত,
রহমত আর মাগফিরাত
আরো নিয়ে নাজাত।
ভোর রাতে খায় সেহরী
রোজার নিয়ত পড়ে,
সারা দিনের অনাহার শেষে
সবাই ইফতারি করে।
শবে কদর মহান রাত
হাজার রাতের সেরা,
এ মাসে নাজিল হয়েছে
কোরআন ত্রিশ পারা।
আল্লাহর দেয়া ইবাদাতে
কাটালে এ মাস,
আখিরাত নামের সকল পরীক্ষায়
করবে তুমি পাস।
মহান ব্যাক্তি সে হবে
যে রাসূলের সুন্নাহ মতো চলে,
রমজান মাসের ফজিলত
আর শেষ হবে না বলে।