বছর ঘুরে এলো ফিরে
ঈদের খুশীর দিন,
মাংস পোলাও ফিরনি খাব
তাক ধিনা ধিন ধিন।


চাঁদ উঠেছে ঈদের
দূর আকাশে ঐ,
ছেলে বুড়ো সবাই মিলে
করছে রে হৈঁ-চৈঁ।


শিশু কিশোর উঠল মেতে
নাচের তালে তালে,
কুরবানীর-ই আনন্দ সুখ
জুটবে সবার ভালে।


জিলহাজ্ব মাসের চাঁদ দেখে ওই
নিঝুম চাঁদনী রাতে,
উদ্ভাসিত হয় যে হৃদয়
ত্যাগের মহিমাতে।


বছর ঘুরে আবার এলো
আনন্দের-ই ঈদ,
শিশু কিশোর জুয়ান বুড়োর
দু'চোখে নাই নিদ!


রচনা ও প্রকাশ কাল: ০১/১০/২০১৪