রাত্রি শেষে ভোর হলো,
এই কি আজব খেলা বলো।
ঘুম ঘুম রাত শেষে,
সুর্য মামা উঠলো হেসে।
ঘুমের দেশে স্বপ্ন এসে,
বললো কথা পরির বেসে।
ফুটলো আবার নতুন ফুল,
রাতের স্বপ্নই ছিল ভুল।
কিরণ দিচ্ছে ভোরের আলো,
দিনটা সবার কাটুক ভালো।
আঁধার আলো সকাল বিকাল,
এরই মাঝে রাঙ্গা সকাল।
একটা কথা জানাই শেষে,
স্বাগত এই সোনার দেশে।
শুরু হলো নতুন দিন,
জানাই এইবার গুড মর্নিং।