বসন্তের হাওয়া এলো শীতকে পারি দিয়ে,
কুহু কুহু ডাকছে কোকিল কদম তলায় গিয়ে।
ঋতুর রাজা বসন্ত নিয়ে নতুন প্রাণ,
বনে বনে সমারোহ ফুলের সুবাস ঘ্রাণ।
পত্রহীন গাছ গুলোতে গজায় নতুন পাতা,
চারদিকে শুধুই সবুজ রঙ মাখানো কাঁথা।
বসন্তেরী নানান ফুল গন্ধ ছড়ায় ফুটে,
এ সময়ে আকাশ বাতাস মুখর হয়ে উঠে।
রূপের নায়ক বসন্ত বাংলা মাটির কোলে,
সবুজ শ্যামল সোনার ফসল দক্ষিন হাওয়ায় দোলে।
শিমুল ফুলে প্রকৃতিতে রঙ্গের ছোয়া লাগে,
বসন্তের নয়ন ভোলানো রুপে সবাই জাগে।