বহুদিন পরে ঘরে ফিরিতেছি বলে বড় সুখ মনে জাগে,
সহস্র দিবসের অজস্র স্মৃতি হৃদয়ে উঠে জেগে।
আমার প্রেয়সীরে একা ঘরে রেখে প্রবাসে গিয়াছি চলি,
জীবিকার তরে জীবনের সুখ দিয়েছি আমি বলি।
অসীম আকাশে উড়ে কপোত-কপোতী নাহি মানে কোন বাঁধ,
দীর্ঘ অপেক্ষার, যুগের সাধনা, মিটিবে আজি দ্বৈত চলার সাধ।
সুদূর প্রবাসে বসে প্রেয়সীকে সাজাই নিত্য নতুন সাজে,
ঘোমটার আড়ালে নববধূ মোর রাঙা হয়ে ওঠে লাজে।
ভাবিতে ভাবিতে পথ চলি আমি পথ তো হয় না শেষ,
বিরহের পথ রাবারের মতো বাড়ে হতেই চায়না শেষ।
দূর হতে দেখি তালগাছ খানি ডাকিতেছে হাতছানি দিয়ে,
আজও বুঝি প্রেয়সী মোর দাঁড়িয়ে পথপানে চেয়ে।
রাজপথ দিয়ে হেঁটে চলি আমি চেয়ে দেখি মেঠো পথ ধরে,
নবদম্পতি ফিরিতেছে ঘরে বধূ চায় ফিরে বারে বারে।
মোর প্রেয়সী বুঝি জিজ্ঞাসিবে মোরে কেন হলো এত দেরি?
ঘরে ফিরে দেখি শূন্য ঘরে কাঁদিতেছে স্মৃতি মোর ভালোবাসা গেছে চুরি।
সমাপ্ত।