জীবন চলার পথে
ব্যাকরণ মানে না।
অনিয়ম হয়ে ওঠে নিয়ম।
ছেদ-যতির অভাবে বর্ণসব,
নগ্ন হয়ে নৃত্য করে।
সঙ্গীতে সুর আনতে গিয়ে
ধ্বনি হয়ে ওঠে প্রতিধ্বনি।
বর্ণে বর্ণে মিলনে সন্ধি হয় না;
সন্দেহে থেকে যায়।
শব্দের শব্দ থামাতে গিয়ে; বিভক্তি
জোট বেঁধে পদে পরিবর্তন হয়।
বিশেষ্য অহমিকার ভার বহন করে।
বিশেষণ দোষ-গুণ আহরণে গিয়ে;
নিজেকে হারিয়ে ফেলে
দোষ-গুণের মধ্যে।
অব্যয় দ্বারা সংযোগ আর হয় না।
ঘটক থেকে বর সেজে
কনে'কে নিয়ে পালায়।
সর্বাগ্রে ক্রিয়াপদ;
ক্রিয়ার ঘরে তালা দিয়ে
দাঁড়ায় ভোটে; বলে কিনা মন্ত্রী হবে।
ছন্দের তাল হয় বিনষ্ট।
ভাষা যায় হারিয়ে।
অলংকার ধুলায় গড়াগড়ি খায়।
এরা সবই ব্যাকরণ; তবু
ব্যাকরণ মানে না।