মনে পড়ে
সাড়ে চার বৎসর আগের কথা।
বসেছিলাম শরতের স্নিগ্ধ সন্ধ্যায়।
চোখ বেয়ে এলো অশ্রুধারা।
দেখেছিলাম আমাদের প্রতিচ্ছবি।


মনে পড়ে
প্রচন্ড বজ্র বিদ্যুতের শব্দ,
কালবৈশাখীর বৃষ্টি ভেজা রাতে।
তুমি ভয় পেয়ে জড়িয়ে ধরেছিলে
আমার বুকের মাঝে মুখ লুকিয়ে।


মনে পড়ে
শীতকালের ঘুটঘুটে সন্ধ্যায়
প্রচন্ড জ্বরে তুমি কাঁপছো।
বুকে তোমায় জড়িয়ে ধরে
প্রেমের পহরা দিয়েছিলাম।


মনে পড়ে
ফাগুনের পূর্ণিমা রজনীতে
পাখিদের প্রথম প্রহরের কোলাহল।
অবগুণ্ঠিতা প্রিয়তমা রুপে
জড়িয়ে ধরে করেছিল চুম্বন।



                   সমাপ্ত