আমি হতবাক হলুম,
যতীন্দ্রনাথ সেনগুপ্তের
জীবনীর সারমর্ম পড়ে।
আমি ভেবে নিলুম,
কবি নারীশক্ত ছিলেন।
মিল থেকে গেলো
আমার মনের সঙ্গে;
আমার প্রিয় কবি
যতীন্দ্রনাথ সেনগুপ্তের।


নারীরা মায়াময়ী
ভিন্নরূপে ভিন্নভাবে;
জননী, ভগিনী কিংবা প্রেয়সী।
রুঢ় ভাবে কথা বলা,
কিংবা প্রখর দৃষ্টিতে তাকানো।
মাথায় হাত বুলিয়ে দেওয়া,
কিংবা আদর করে জড়িয়ে ধরা।



                    সমাপ্ত