হে বিশ্বকবি কবিগুরু
মাথা নত করি তোমার চরণে।
ভালোবাসি তোমার কবিতা,
তোমার ছড়া, তোমার গান কে।
ভালোবাসি তোমায় গল্প ও সাহিত্যকে।
ভালোবাসি তোমার নীরব যন্ত্রনা কে।
না থাকার থেকে, না পাওয়ার যন্ত্রনা
কতখানি পীড়াদায়ক, তা জানি।


তুমি সাহিত্যের জন্য নয়,
সাহিত্য তোমার জন্য।
নিজেকে নিজের মধ্যে পাইনা।
পাই খুঁজে তোমার সাহিত্যের মধ্যে।
বিশ্বসংসারে কত মানুষ বেঁচে আছে,
তোমার সাহিত্য আর তোমায় নিয়ে।
তাদের চিন্তায় চেতনায় তুমিই আছো।
তোমার গান, তোমার কবিতা,
ওদের বাঁচার রসদ যোগায়।


আমি বিরোধী কবি হতে চেয়েছিলাম।
জানি না কবে আমি,
বিরোধীর বিরোধিতা করেছি। শুধু জানি
তুমি আমার স্বয়নে-স্বপ্নে ধ্যানে-জ্ঞানে
আজ তোমার অবক্ষয় শরীর নেই।
তুমি আছো আমার মনে-প্রানে,
নিঃশ্বাসে-প্রশ্বাসে, ভালোবাসায় ও প্রেমে।


                         সমাপ্ত