জীবন মানেই শৈশবের মধুরতা, কৈশোরের দুষ্টুমিতে ভরা
জীবন মানেই নিজের মাঝেই নিজেই হারা।
জীবন মানেই মায়া-মমতা হাসি কান্নার মেলা
জীবন মানেই নিজের প্রতি নিজের অবহেলা।
জীবন মানেই সুখের ঘরে যন্ত্রণা, দুঃখের ঘরে আনন্দ
জীবন মানেই জীবনের মাঝেই জীবনকে খোঁজার দ্বন্দ্ব।
জীবন মানেই প্রেম-ভালোবাসা, জয়-পরাজয়
জীবন মানেই সুখের ঘরে দুঃখ পাওয়ার ভয়।
জীবন মানেই জীবিকার ঘরে জিজ্ঞাসা প্রেমের ঘরে ছেদ
জীবন মানেই ধর্ম-জাত, রাজনীতি নিয়ে ভেদাভেদ।
জীবন মানেই শত্রু কে আপন করে ভালোবাসা
জীবন মানেই নিজের স্রোতে নিজেই ভাসা।
জীবন মানেই আঘাত পেতে পেতে পথচলা
জীবন মানেই কিছুর মাঝে অনেক কিছু বলা।
জীবন মানেই পাওয়ার মাঝে না পাওয়ার বিলাপ
জীবন মানেই জীবনের সঙ্গে জীবনের নতুন করে আলাপ।
জীবন মানেই যৌবনের জোশ, বার্ধক্যে যন্ত্রণা
জীবন মানেই মৃত্যুর মুখে দাঁড়িয়ে মৃত্যু কে অবমাননা।



                             সমাপ্ত