মেঘ করে গুড় গুড়।
বৃষ্টি পড়ে হুড় হুড়।।
বাতাস দেয় সোঁ সোঁ।
গাছপালা করে গোঁ গোঁ।।
ডাল ভাঙ্গে মড় মড়।
বুক করে ধড়-পড়।।
পাখি করে কোলাহল।
ভোর হলো দোর খোল।।
আকাশে সূর্যি মামা ওঠে।
কাননে কুসুম কলি ফোটে।।


ছেলেরা সব ছোটে স্কুলে।
কাঁধে বই ব্যাগ তুলে।।
মান তুমি ধরো চক্।
আঁকো দেখি সাদা বক।।
বল দুয়ে দুয়ে কি হয়।
সাপ দেখে করি কেনো ভয়।।
লেখাপড়া  হয়ে গেল।
চলো চলো বাড়ি চলো।।
ছেলারা সব করে খেলা।
এই ভাবে যায় বেলা।।


বাড়ি ফিরে এসে দেখি।
মা করে সন্ধ্যা আরতি।।
দাদু করে খকখক।
দিদা করে বকবক।।
বাবা থাকে চুপচাপ।
দাদা খায় গুপগাপ।।
দিদি খায় চাল মুড়ি।
বোন কাঁদে ভাঙ্গে চুড়ি।।
ভাই কেনো দেয় হামা।
বলো দেখি চাঁদ মামা?


                    সমাপ্ত