বিবেকের বিবেক তুমি বিবেকানন্দ।
তোমার শাশ্বত বাণী,
মানুষকে মানুষ গড়ে তোলে দ্বন্দ্ব।।
তুমি ভারত আত্মা, অমৃত বীর্য।
উজ্জ্বল নক্ষত্র মাঝে,
তুমি সেই তেজঃ দীপ্ত সূর্য।।
পুরুষের পৌরুষত্ব তুমি, তুমি বীরেশ্বর।
তুমি রাম, তুমি কৃষ্ণ, তুমি পরমেশ্বর।।


রাজনীতি আজ ভ্রষ্টাচারে পরিপূর্ণ ।
ধর্ম মানুষকে করেছে,
লোভী, নিষ্ঠুর, স্বার্থপর, সংকীর্ণ।।
আজকের বিবেকানন্দ সব নির্জীব।
নিবেদিতা তাই কাঁদছে,
মুখোশধারী সভ্যতার কর্মসভায়।।


                       সমাপ্ত