সকালে সূর্যি মামা ওঠে।
কত রঙের ফুল ফোটে।।
ভ্রমর খায়ে ফুলের মধু।
তাই দেখে হাসে বধূ।।
হাসিতে ফোটে ছন্দ।
মনে অদ্ভূদ আনন্দ।।
ওষ্ঠ তার রসের কলি।
বলে সে মধুর বলি।।


ভ্রমর কৃষ্ণ কেশ।
মনোরম তোমার বেশ।।
কেতকীর মত নয়ন।
ভারি সুন্দর বদন।।
স্তব্ধ আমার হৃদয়।
মনকে করেছো জয়
পার করো জীবনতরী।
ওগো বধূ সুন্দরী।।


                সমাপ্ত