প্রদীপের আলো
অমাবস্যার অন্ধিকায়;
মনে হয় চাঁদের উদয়।
কায়ার ছায়া
পূর্ণিমা জোৎস্নায়;
মানুষকে বিষণ্ন করে।
অমাবস্যার অন্ধিকায়
প্রদীপের আলো;
বেঁচে থাকার পথ দেখায়।



                সমাপ্ত