বর্তমান বলে; তুমি অতীতে কেনো মগ্ন?
বর্তমানকে ভুলে ভবিষ্যৎকে করো ভগ্ন।
হৃদয়ে আমার জমা অসহ্য দুঃখ যন্ত্রণা।
বাঁচার আবেশে ছিল, ভালোবাসার মন্ত্রনা।
কল্পনার তুলি দিয়ে হৃদয়ে আঁকি প্রতিচিত্র।
দুঃস্বপ্ন বারে বারে বলে, এ নহে তোমার মিত্র।
ঐশ্বর্যের দরজায়, মেকি ভালোবাসা কড়া নাড়ে।
ঐশ্বর্য হারালে কোন পথে যাবে, উঁকি মারে।
বন্ধুর চেয়ে পার্টি বড়, পার্টির চেয়ে টাকা।
টাকায় জীবন, জীবনেই টাকা; নইলে জগৎ ফাঁকা।
ভালবাসার দাম দেবে, আজ কোনজন।
ভালোবাসা আজ গলির মোড়ে বিজ্ঞাপন।


                                    সমাপ্ত