তুমি উদ্যম উদ্যোগ উন্মেষ।
তুমি উচ্ছ্বাস আবেশ ভাবাবেশ।।
তুমি জ্ঞান প্রজ্ঞা প্রাজ্ঞতা।
তুমি মেধা মতি মনীষা।।
তুমি মন্য মনন চিন্তা।
তুমি উৎকণ্ঠা আগ্রহ জিজ্ঞাসা।।
তুমি উদ্দীপনা উদ্যম উদ্যতি।
তুমি অনুরাগ আসক্তি সমাসক্তি।।
তুমি বিরাগ রাগ অভিমান।
তুমি গঠিত রচিত নির্মাণ।।
তুমি উদয় উন্মেষ উদ্ভাস।
তুমি অবিষাদ আহ্লাদ উল্লাস।।
তুমি স্বস্তি সোয়াস্তি সুখাসন।
তুমি ঔদার্য্য মহত্ব মুক্তবন।।
তুমি শৌর্য বীর্য বীরত্ব।
তুমি চিরন্তন চিরন্তনী শাশ্বত।।
তুমি ঋত সততা যথার্থতা।
তুমি লাবন্য লালিত্য শোভনতা।।
তুমি তারুণ্য তরুণতা তরুণিমা।
তুমি আত্মা পরমাত্ম জীবাত্মা।।
তুমি অবণী ধরণী ধরিত্রী।
তুমি চন্দ্রমা চন্দ্রিমা শশী।।
তুমি অস্তর আস্তর আস্তরণ।
তুমি বারি বর্ষণ বারিবর্ষণ।।
তুমি কুসুম কলি কুসুমকলি।
তুমি আতর আগর গুলাবি।।
তুমি জ্যোতি দীপ্তি প্রভা।
তুমি রজনী যামিনী নিশা।।
তুমি দোহা গাথা কবিতা।
তুমি সঙ্গীত গীত কথা।।
তুমি পরিবেষ্টনী আবেষ্টনী আবেষ্টন।
তুমি পরশ পরশন স্পর্শন।।
তুমি মূর্তি পুতুল প্রতিমা।
তুমি ঈশিকা তুলি তুলিকা।।
তুমি মান যশ প্রশংসন।
তুমি বোধ বেদন সংবেদন।।
তুমি টান স্নেহ ভালোবাসা।
তুমি আস্থা বিশ্বাস ভরসা।।
তুমি দয়া মায়া মায়াময়।
তুমি কৃতী জয় বিজয়।।
তুমি অস্থিতি ঋতি ক্রান্তি।
তুমি মউজ লহর লহরী।।
তুমি গ্রথিত গ্রন্থিত তনিকা।
তুমি হাসিনি সুহাসিনী শুচিস্মিতা।।
তুমি বঁধু বঁধুয়া মিতালী।
তুমি সহচর সহচারী সহযাত্রী।।
তুমি ঋতু মৌসুম পালা।
তুমি কান্তা প্রেমিকা প্রিয়া।।
তুমি এষা ঈপ্সা অভীপ্সা।
তুমি পিয়াস পিয়াসী পিয়াসা।।
তুমি কায়া কলেবর অবয়ব।
তুমি ঋধি তোষা মালিয়ত।।
তুমি চিত্ত মানস বিবেক।
তুমি অবধি অবসান অবশেষ।।


                      সমাপ্ত