গরীবের রক্তে গড়ো ইমারত, গড়ো প্রাসাদ
প্রতিমা তৈরি করে সোনাতে মিশিয়ে খাত।
যেথায় সেথায় গড়ে তোল মথুরা-বৃন্দাবন
ভক্তির নামে ভন্ডামিতে জমিয়ে যাও ধন।
অদ্ভুত তোমরা, অদ্ভুত তোমাদের ভক্তি
তোমরাই গণতন্ত্র, তোমরাই নাকি শক্তি।



                      সমাপ্ত