সবাইকে ছেড়ে আমি একা
      এটাই কী নির্জনতা?
নির্জনতায় শুধু আমি আর আমার আকাশ;
  মাঝে মাঝে সাড়া দেয় দোলাময় বাতাস,


প্রকৃতির উপস্থিতেও আমি অনুপস্থিত!!!
      আমি কী হারিয়ে গেছি এই নির্জনতায়?
  
           অবাধ কালো এই আধাঁরে-
              স্মৃতিরা সব খেলা করে,
                  রয় শুধু নির্জনতা;
               নির্জনতায় আমি একা।
   আমি খুঁজেছি তোমায় এই নির্জনতায়--
       তবু পায়নি কেন-বলো না আমায়???