প্রতিক্ষায় প্রহরগুনা মুহূর্ত গুলো হয়ে যাবে শেষ ,
তবুও বন্ধুক্তের বন্ধন থেকে যাবে শেষমেষ ,


কিছু না বলা কথা আর অবাক চেয়ে থাকাটাই রেখে দিবে স্মৃতিগুলোর রেশ ,
থাকবেনা কোনো ক্লেশ  
কোনো হতাশা ,
তোদের ভালোবাসা নিয়েই করে দিবো দুর্ভাবনা আর ঝামেলার সমাপ্তি।...
জানি ইহাই শেষ ইহাই ইতি।  


যদি মনে পরে যায় আমায় ইতি আর শেষের রেশ ধরে
শিশিরভেজা সকাল আর নরম রোদেলা বিকেলে , দেখে নিস আমি বসে আছি
সবুজ গাছটায় পাখিদের মাঝে।  
নির্জনতার দেয়াল ভেঙ্গে দিয়ে হাতের হালকা স্পর্শ দিয়ে খুঁজে নিস  ,
আমি কোথায় ?
হারিয়ে যায়নি ....


বন্ধুক্তের বন্ধন দৃঢ় করে অবাক হয়ে চেয়ে থেকে প্রতীক্ষার প্রহরটা গুনেছি বেশ।  
আর আমি এটাও জানি
ইহাই ইতি ইহাই শেষ।  


এভাবেই হারিয়ে যাবো আমি
আর আমার স্মৃতি। ....
ইহাই যে প্রকৃতির অনিবার্য রীতি।  


অনিবার্য রীতি আর কিছু অপসংস্কৃতিকে দূরে ঠেলে দিয়ে ইতি বাক্যটা যদি বলি। ....
অনেক ভালোবাসি বন্ধু অনেকটা বেশি ভালোবাসি। .... শেষমেষ তাদেরকে নিয়েই ভালো থাকি।