রাতের সব তারা আছে আমাকে চেয়ে
ভোরের আলো যখন আমার আকাশ ছুঁইবে  
হারিয়ে যাবো আমি
          নির্ভাবনার ছায়া পথ ধরে।


যদি ভুল করে কভু মনে পরে আমায়
      তবে খুঁজে নিও আছি আমি
রাতের আদর মাখানো শেষ জ্যোৎস্নায়।


এই ভাবেই জনম জনম  
             পথ চেয়ে বসে থাকবো তোমার  
আর হয়তো এই ভাবেই হারিয়ে যাব,  
             সবকিছু ছেড়ে দিয়ে আমার।


রাতের নি কোষ আঁধার আর বন বাদার
     হয়ে যাবে আমার ঠিকানা।
আমিও থাকবো না,
         করো কাছ থেকে কিছু আশাও করবো না,
দিয়ে গেলাম সবই ,
  নিয়ে গেলাম কিছু অপূর্ণ স্মৃতি।

আর এটাই আমার প্রিয় তোমার কাছে শেষ মিনতি
      সারাজীবন আমি হয়ে থাকবো
     তোমারই রূপকথার স্মৃতি ৷৷