ফিরে যেতে ইচ্ছে করে সেই শৈশবে,
   ইচ্ছে করে মেতে উঠতে উৎসবে!
হয়তো পারবো না আমার ---
   সেই ইচ্ছে সফলতায় আনতে!
তাও আমি চাই খেলতে,
বিকেল ৪ টায় ফুটবল মাঠে গিয়ে।
তাও আমি চাই গাইতে,
সেই নিষ্পাপ শিশুর কন্ঠে।
    
শহরের ব্যস্ত জীবনে হয়নি আমার শৈশব!!!
    তাই ফিরে যেতে ইচ্ছে করে
          গ্রামের মনমাতানো পরিবেশে।
" শৈশব ডাকে আমায় ----
           আয় ফিরে আয় এই অজানায়।"