একটা নদী হিমালয় থেকে গঙ্গার শেকড় ধরে
পদ্মার বুকে যৌবন গড়ে হারায় ধীরে ধীরে
একাকী পথ চলে চলে উজানে ঢেউ তোলে
ভাটিতে হয়ে গেল মধুমতি চেনা নাম ভুলে ;
একটা নদী মেঘ থামিয়ে নক্সী কাঁথার মাঠে
ইতিহাসের সাক্ষী হয়ে বেঁচে আছে তল্লাটে,
আজও বর্ষায় বুকে উড়ে রঙীন পালের ওড়না
তীরে তীরে পানির ধারা যেন কল-কল ঝর্ণা,
পাড়ে পাড়ে মটরশুটির সবুজ সোনা ফসল
ঝোপঝাড়ে বেড়ে উঠে ডাহুক শিশুর দল ।
একটা নদী আঁকাবাঁকা রাশি রাশি বালুর তট
জোয়ার ভাটায় খেলা করে জল নির্মল অকপট,
নদী তার মহিমায় গড়েছে বসতি মায়াবী সুজন
কুলে কুলে দলে দলে লুক্কায়িত দরদী মহাজন,
গেদিরন নেছা বিশ্বাস মহা মহীয়ষীর উদাহরণ
রেখেছেন স্মৃতি তাঁর এতিম খানা করে স্থাপন,
সাজ্জাদ হোসেন ভাই যেন মহীরুহ তদারক
হিরু ভাই যোগ্য সেপাই প্রতিবেশী সু-বিচারক,
সৌভাগ্যবশতঃ পরেছে চরণ বাংলা কবিতা'র সৌজন্যে
বিদেশী আখ্যানে চরম আপ্যায়ন রাজকীয় যাপনে ,
এভাবেই খুঁজে পাই নদীর নাম গড়াই গৌরীর বিবর্তনে
লিখে রেখে যেতে চাই সৃষ্টির মহিমায় মিলি'দির আহ্বানে ।


(বাংলা কবিতা আন্তর্জাতিক কবি সম্মিলন -২০২৪ উপলক্ষ্যে বাংলাদের সফরের অঙ্গ হিসেবে কুষ্টিয়া ভ্রমণ কালে গড়াই নদীর তীরে দাঁড়িয়ে শ্রদ্ধেয়া কবি আফরিনা নাজনীন মিলি একটা কবিতা লেখার আহ্বান জানিয়েছিলেন, সেই সাপেক্ষে এই লেখা)