গৌরা'র বাড়ির বছর বছর শক্ত বাউন্ডাড়ি
বাচাতে চায়  ঝড় তুফান, বাচাতে চায় নারী,
হায় ভগবান তবুও দেখি এ বাড়িতেই বেশী
দখিনা বাতাস উদাসী আকাশ  অবৈধ উচ্ছাসী,
ঝোপের কোকিল ঘরের কোনে বসন্ত তার দ্বারে  
শরতে মেঘের মেলা কাশবন খায় দোলা দরবারে,
গৌরা'র বিষন্ন বদন শারদীয়ার আগমন  অন্যরকম
চক্র বুজি এবার তার হারানোর  বিজ্ঞাপন, এবং
এবার বসন্ত থেমে গেছে বাউন্ডারির ওপারে
কোকিল মেঘ কাশবন  হারিয়ে গেছে সুদুরে
এখন শুধু একলা ঘরে ইঁদুর চামচিকাদের ভীড়ে
প্রমাদ গোনা যাপিত জীবন স্মৃতিদের সমাহারে ।