আজ শুক্রবার, সকালের কিরণে যদিও বা লেখা নেই
পোষ্টার হয় নি ছাপা কোথাও।
তবুও ঘুম থেকে জেগে উঠা, একটা চাপা উত্তেজনা
ব্রাশটা হাতে, পায়ের তলায় শত সহস্র শিউলি ভেজা,
ঘাসেদের টুটি টিপে শিশিরের চাঁদরে  অজুত নিজুত স্বপ্ন নিয়ে
কাপা ঠোঁটে অপেক্ষায় বসে আছি বকুল তলায়, তোমার পথ
আমার পাথেয় করে, তোমি বলেছ 'এসো'।
আমার বসন্ত শেষে শরত দোরে, তোমি সবে কিশালয়া।
শুক্রবারের সকালগুলো  আমার এমনি কাটে।
বসে আছি, টুপটাপ শিশির ঝরার ঝংকার আমাকে আগলে রাখে, আগোছালো আরো কিছু অহংকার।
    সকালের আকাশে রংধনুও আসে জানা ছিলনা আগে,
    ঘন কুয়াশার ভীড়ে আরো কত কিছু থাকবে, ভাবতে শেখায়।
শুক্রবারের সকাল,  আরেকটা সকাল, আমার সীমানায়।