আগুন, আগুন, চারিদিকে আগুন
জ্বলছে হাট, জ্বলছে মাঠ, জ্বলছে বাড়িঘর,
পুড়ে ছাই মানবতা, নৈতিকতা তেপান্তর ।
দগ্ধ মা, দগ্ধ মাতা, দগ্ধ মাতার জঠর
বিদগ্ধ পিতার নিশ্চিহ্ন জিহ্বায় আর্তি কাতর ।
হাজার কুঁড়ি যাচ্ছে ঝলসে, মাংস পিন্ডের খেলা
কোমলতার নির্যাস সমূলে উতপাট, নৃশংস অবেলা,
আবেগের ছড়াছড়ি, মোমবাতি মিছিল নিবির সন্ধ্যাবেলা
আরেকটা সকাল আবার সূর্য আবার আগুনের খেলা ।
লিখেছিলাম 'ওয়াক ওভার' এবার 'এনকাউন্টার'
বছর খানেক পরে আবার হবে ঐতিহাসিক বিচার ।
এভাবেই চলছে যখন জ্বলছে আগুন চারিদিকে
পুড়ছে সমাজ, পুড়ছে দেশ , নিঃশেষ নির্বাকে ।