আজকে আকাশ মেঘে ঢাকা
গুড়ু গুড়ু ডাকে,
কাক - ভেজা কোকিল টা
লুকিয়ে ছাতিম শাখে,
ঝাউ বনে ঠাঁয় দাড়িয়ে থাকা
একটা আকাশমনি,
ধুঁকে ধুঁকে মরছে একা
পায়না সঙ্গিনী,
ভাটার টানে আটকে পরা
একটা ঝিনুক মুক্তো ভরা
পচে গলে নিঃস্ব হচ্ছে
পায়না খোঁজে ডুবুরী,
ঝুলন্ত টবের সার্ফিনিয়া'র
বিদ্রূপ স্বরে কথা বলা,
ব্যালকনির ঐ নীল বাতিটা
সঙ্গী একা সন্ধ্যাবেলা,
ভাল্লাগেনা রোজ একা
আকাশে চাঁদ দেখা,
তারা গোনতে গোনতে
হয়রান নিঝুম রাতের বেলা,
পিনাকীদের বাঁশ বাগানে
জোনাকিদের আলোর মেলা,
নদীর স্রোত,  হাওয়া পালে,
দেয়না দোলা উল্টো পথে
উন্নাসিক মন বৈঠা হাতে
মাঝি মাঝ দরিয়াতে ;
বসেই আছে কানা বগী
অনন্ত কাল, শিকার ছূঁ'তে ,
অমাবস্যার এই আঁধার রাতে
ইচ্ছে করছে চিৎকার করতে,
আমায় কেউ ডেকো না
আমায় ডিষ্টার্ব করো না,
আমি কথা বলবো না, কেননা ;
আজকে আমার মন ভালো না ।