আকাশটা পরিষ্কার থাকলে
চাঁদ - তারাদের সঙ্গম দেখি,
উল্কা উড়ে, জোনাক জ্বলে
কখনো সখনো আলেয়া দৌড়ে ।
আকাশটা পরিষ্কার থাকলে
চাঁদের বুড়ি চরকা কাটে,
ফানুশেরা বাতাসে দোলে
আমার প্রিয়তমা মিট মিট করে ।
তাই আকাশটা পরিষ্কার থাকা
একান্তই আবাশ্যক, কিন্তু
পারিনা যে রাখতে তাকে
বিমল - নির্মল - পরিষ্কার !
আবার কখনো আকাশ যদিও
নির্মলতা বুকে নিয়ে হাসে,
আমার মলিন চোখ তাকায় না ফিরে
ডুবে থাকে স্মৃতির কড়াল গ্রাসে ।
আজকে রাতে, ধোঁয়া'রা দূরে থাকো
কুজ্ঝটিকা এসো না,
দূষণ শেষের শেষ রাতে
আমার প্রিয়তমা আসবে, আমি দেখবো ।
আকাশটা পরিষ্কার থাকলে
সে আসে ডানা কাটা পরী'র মতো,
নিমেষেই উবে যায়, যদি দেখে
রয়ে গেছে, পৃথিবীর গ্লানি যত ।
আকাশটা পরিষ্কার থাকলে
প্রিয়তমা হাসে,
তারা'র দেশে খেলা করে
আমাকে-তোমাকে-আমাদেরকে ভালোবেসে ।