শেষ পেরেকটা ঠুকে'ই দিলে
আমার কফিনের ছিন্নমূলে,
  লাশের পাশে ছিল কিছু
মান অভিমান, মণি মুক্তো।
আরো ছিল,  পলাশ শিমূল
কোকিল বসন্ত।
বুক ভরা প্রেম, চোখ ঝরা
দাবানল জলন্ত।
এবারে আর কালবৈশাখীর
ভয় দেখাবে কাকে!
ভরা বর্ষার জলের বাঁধন,
স্রোতের বিপরীতে !
শেষ পেরেকটা ঠুকে দিলে
আমার বুকে আমার কফিনে।