সকালের শিশির সিক্ত দুর্ব্বা যেমন হাসে
সোনালী রোদের অবগাহনে,
ভোরের তুলশী তলায় ভেজা কাপড়ে
অঞ্জলীর ভঙ্গিমায় তোমাকে নিয়ে
আরেকটা কবিতা হতে পারে
সুদূরের দিগন্তকে ছুঁয়ে নীলাম্বরীর উপাখ্যানে ।


সূর্যাস্তে গোধূলির আবীরে মাখা
ক্যানভাসের মতোই , আরেকটা
ছবি হতে পারে তোমাকে নিয়ে,
তোমার ললাট জোড়ে সিঁদুরের
সূর্যকে এবং হেমন্তের ধান ক্ষেত
আঁকা যাবে কপালের বলিরেখা ঢেকে ।


রাধিকার ধামাইল গানের মতোই ভাইরাল হবে
রিলে বন্দি করে রাখা হলে,
বিকেলের লম্বা ছায়ে
নিতম্ব যুগলের তালে তালে
ঘরে ফেরা গরু'র পালে
মিলেমিশে একাকার তোমাকে ।


আরেকটা উপন্যাস তোলা রইল তোমার নামে
আগামীদিনের দেবদাস'দের পরিণতি সমেত
তোমার উচ্ছল যাপিত জীবনের
সুন্দর সংসার কথনে ।