এখন আমি ঠিক করেছি
     আর কখনো ঘুমোব না,
জেগে থেকেই রাত কাটাবো
     তবুও তো শোনবো না,
অভাগাদের আর্ত চিৎকার
     অভাগী মায়ের কান্না।
জ্যোৎস্না রাতি দুর্বল অতি
     লাল কালোর ফারাক বুজে না,
অমানিশার আতঙ্ক স্মৃতি
     ক্যালেন্ডারে আর কাটে না।
এখন আমি ঠিক করেছি
     আর কখনো ঘুমোব না,
আসুক না হাজার ক্লান্তি
     তবুও চোখ মুদব না,
জেগে উঠার নিবন্ধ
      'আরেক টা গেল তাজা প্রাণ ',
সময়ে বিশ্বাসের অংক
      দোষারোপ আর বিশ্লেষণ।
প্যাঁচাদের আজকাল সু সময়
      সহচরী শত সহস্র,
এ তল্লাটে এখন অশান্তি
      রক্তখেকো অজস্র।
শকুনদের এই দুর্ভিক্ষের দিনে
     শেয়াল'রা আহ্লাদে আটখানা,
ডাষ্টবিন গুলো খালি, খা খা করে
    কুকুর বিড়াল খাবার পায় না ;
এখন আমি ঠিক করেছি
     আর কখনো ঘুমোব না,
বুলেটের শব্দে জেগে উঠে
     আতঙ্কে কেপে উঠব না।